Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

৬নং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ

 ১। ভূমিকা:

ক) ইউনিয়নের সীমানাঃ উত্তরে মাধবপুর, শিদলাই ও চান্দলা ইউপি; দক্ষিণে সাহেবাবাদ ও মালাপাড়া ইউপি; পূর্বে শশীদল ইউপি এবং পশ্চিমে দুলালপুর ইউপি অবস্থিত।

খ) পরিবেশঃ ব্রাহ্মণপাড়া বাজার ও উপজেলা পরিষদ সংলগ্ন অত্যন্তমনোরম পরিবেশে ইউপি অফিসটি অবস্থিত।

গ) স্থাপনকালঃ ১৯৬০ সালে স্থাপিত হয়।

ঘ) জেলা-উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ কুমিল্লা-মিরপুর পাকা রাস্তাএবং ব্রাহ্মণপাড়া-দুলালপুর পাকা রাস্তাযোগাযোগের ব্যবস্থা।

 

২। ইউনিয়ন পরিষদ পরিচিতিঃ

ক) আয়তন                   : ১৫.১০ বর্গ কিলোমিটার।

খ) লোকসংখ্যা               : পুরুষ- ১২০৫১   মহিলা- ১৩০৬৬     মোট-২৫১১৭

গ) ওয়ার্ড সংখ্যা              : ০৯টি।

     ভোটার সংখ্যা            : পুরুষ- ৭০৫৯    মহিলা- ৭২৩৪    মোট-১৪২৯৩

ঘ) মৌজার সংখ্যা            : ০৬টি।

ঙ) গ্রামের সংখ্যা্             : ০৮টি।

চ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা  : ৭১টি।

ধরণ

মাদ্রাসা

কিন্ডার গার্টেন

মাধ্যমিক

প্রাথমিক

এতিমখানা ও ফোরকানীয়া

কলেজ

সরকারী

-

-

-

-

বেসরকারী

৪৩

ছ) মসজিদের সংখ্যা             : ৩৩টি।

জ) শিক্ষার হার                  : ৪৭.৫৫%।

ঝ) প্রধান নদ-নদী  ও

    পুকুরের সংখ্যা               : .১. নদ-নদী ১টি।

                                      ২. পুকুর ৪৯৯টি।

ঞ) স্টেশনের সংখ্যা            : বাস স্টেশন- ১টি।

ট) চিত্ত বিনোদন কেন্দের সংখ্যা: ৪টি।

                                     ১. সিনেমা হল-১টি।

                                     ২. খেলার মাঠ- ৩টি।

ঠ) রাস্তাও সড়কের পরিমাণ     : ২৮ কিলোমিটার।

                                      ১. কাচা রাস্তা-২০ কি.মি.

                                      ২. পাকা রাস্তা- ০৮ কি.মি.

ড) কবরস্থান ও শ্বশান             : ১৩টি।

 

৩। কৃষি সংক্রান্তঃ

ক) মোট জমি           : ১৩৫৭ হেক্টর।

খ) মোট আবাদি জমি   : ১১১৩    ,,

গ) নীট ফসলী জমি      : ১১১৩    ,,

ঘ) সেচ আওতাধীন জমি : ৯৯৫    ,,

ঙ) ফসলের নিরবতা জমি : ২১৮%।

চ) জমি ব্যবহারের ঘনত্ব   : ৪০%।

ছ) ভূমিহীন                 : ৭৯৭ জন।

ঞ) প্রাwন্তকচাষী            : ১৩৬৬ ,,।

ট) ক্ষুদ্র, চাষী               : ১৪৭৩  ,,।

ঠ) মাঝারী চাষী             : ৩২৫   ,,।

ড) বড় চাষী                 : ০৬    ,,।

* গভীর/ অগভীর নলকূপের সংখ্যা: ৯২টি।

    ক) গভীর                 : ২৩টি বিদ্যুৎ চালিত।

    খ) অগভীর                : ৪৮টি  ,,       ,,   ।

    গ) অগ্রভীর                : ২১টি ডিজেল   ,,    ।

* কৃষি ব্লকের সংখ্যা         : ৩টি।

ক) মহালক্ষ্মীপাড়া ব্লক- মহালক্ষ্মীপাড়া, দীর্ঘভূমি।

খ) বি-পাড়া ব্লক- ব্রাহ্মণপাড়া, কল্পবাস, ডগ্রাপাড়া।

গ) নাইঘর ব্লক- নাইঘর, নন্দীপাড়া, ধান্যদৌল।

৪। ইউপি ভবন/ ঘরের বিবরণ ঃ

ক) খতিয়ান ও দাগ নং : খতিয়ান-৭৩৫, দাগ নং-১৬৬৬।

খ) অফিস আঙ্গিনার জমির পরিমাণ- ১০.৫০ শতক।

 

* উন্নয়নমূলক কাজ ঃ

   কাবিখা, কাবিটা, টিআর, এডিপি, থোক বরাদ্ধ (এল.জি.এস.পি)।

·        সামাজিক কর্মকান্ড ঃ  বাল্য বিবাহ, নারী নির্যাতন ও এসিড নিক্ষেপ প্রতিরোধ।

·        নাগরিক সেবা ঃ চারিত্রিক সনদ, জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ এবং আনুসাংগিক প্রত্যয়ন পত্র।

·        স্বাস্থ্য সংক্রান্তtক) উপজেলা স্বাস্থ্য কম‡প্লক্স- ১টি।

                               খ) কমিউনিটি ক্লিনিক- ৩টি।

                                                      মহালক্ষ্মীপাড়া, কল্পবাস ও  নাইঘর।

                               গ) টিকাদান কেন্দ্র- ৪টি।

                                    মা ও শিশু সেবা টিকা কেন্দ্র প্রতি ওয়ার্ডে ৮টি করে

                                    (৮*৩)= ২৪টি।

·        ব্যাংকঃ ৪টি।

                  ক) সোনালী ব্যাংক লিঃ, ব্রাহ্মণপাড়া শাখা, কুমিল্লা।

                  খ) কৃষি ব্যাংক, ব্রাহ্মণপাড়া শাখা, কুমিল্লা।

                  গ) গ্রামীণ ব্যাংক, ব্রাহ্মণপাড়া শাখা, কুমিল্লা।

                  ঘ) ব্রাক ব্যাংক, ব্রাহ্মণপাড়া শাখা, কুমিল্লা।

 

অন্যান্য   ক) গ্রামীণ শক্তি, ব্রাহ্মণপাড়া (কল্পবাস) শাখা, কুমিল্লা।