৬নং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদ। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। ইহার আয়তন ১৫.১০ বর্গ কিলোমিটার। পূর্বে শশীদল, উত্তরে চান্দলা, দক্ষিণে সাহেবাবাদ ও পশ্চিমে দুলালপুর। ৮টি গ্রামে ৯টি ওয়ার্ড ও ৬টি মৌজা নিয়ে এই পরিষদ। আদমশুমারী ২০১২ অনুযায়ী লোকসংখ্যা ২৫,১১৭ জন। ভোটার ১৪,২৯৩ জন।, বর্তমানে দু’টি পাকা ভবনে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পাশেই একটি সেমিপাকা ভবনে ‘ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের কাজ চলছে।
ব্রাহ্মণপাড়া সদর ইউপি প্রতিষ্ঠার পূর্বে অত্র এলাকা দুলালপুর ইউনিয়নের আওতাভূক্ত ছিলো। তৎকালীন চেয়ারম্যান বেজুরা নিবাসী তফাজ্জল হোসেন ভূইয়া সাহেবের পর নন্দীপাড়া নিবাসী জনাব মুশকত আলী সাহেব চেয়ারম্যান নির্বাচিত হন। তথন এ অঞ্চল বুড়িচং থানাধীন। ১৯৬০ সালে এই ইউপি প্রতিষ্ঠার পর প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আঃ অদুধ। তিনি দু’বারই চেয়ারম্যান নির্বাচিত হন। প্রথম বার ১৭-২-৬০ থেকে ২৫-৪-৬৫ এবং দ্বিতীয় বার ২২-২-৮৩ থেকে ১৬-৭-৮৮ পর্যন্ত। এ পর্যন্ত মোট ৯জন নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন। এঁদের মধ্যে ২জন ভারপ্রাপ্ত । তাঁদের সংক্ষিপ্ত তালিকা নিম্নরূপ।। বর্তমান চেয়ারম্যান জনাব হাজী জসিম উদ্দিন গত ২২-৪-২০০৩ থেকে অদ্যাবধি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS