ভূমি উন্নয়ন কর ও অন্যান্য ফি
ভূমি উন্নয়ন কর ও বিভিন্ন ফি
১। ভূমি উন্নয়ন কর আদায় সংক্রান্ত নিয়মাবলী
ভূমি উন্নয়ন কর
জমির পরিমান /শ্রেণী ভূমি উন্নয়ন করের হার
i ০.০১ হতে ৮.২৫একর পর্যন্ত ধানি জমি মওকুফ
ii ৮.২৫ একর হতে ১০.০০ একর পর্যন্ত ধানি জমি ০.৫০ টাকা (প্রতি শতক)
iii ১০.০১ একর হতে ৩৩.০০ একর পর্যন্ত ধানি জমি ১.০০ টাকা (প্রতি শতক)
iv আবাসিক জমি ৫.০০ টাকা (প্রতি শতক)
v বাণিজ্যক জমি ১৫.০০ টাকা (প্রতি শতক)
vi ৩০ চৈত্রের মধ্যে ভূমি উন্নয়ন কর পরিশোধ হলে সুদ প্রদান করতে হয় না।
vii ভূমি উন্নয়ন কর অনাদায়ে সার্টিফিকেট মোকদ্দমা দায়ের হয়।
২। নাম জারী ( খারিজ কেস ) সংক্রান্ত নিয়মাবলীঃ ক. উপজেলা ভূমি অফিসে আবেদন দিখিল করতে হয়। খ. আবেদনর সাথে
(i) কোট ফি ৫/-
(ii) এস,এ/আর,এস খতিয়ানের নকল
(iii) মূল দলিল/যোগসূত্র দাখিল
(iv) ওয়ারিশ সার্টিফিকেট (প্রয়োজনে)
(v) অন্যান্য আনুসাঙ্গিক কাগজপত্র ।
৩। খাস জমি বন্দোবস্ত সংক্রান্ত নিয়মাবলীঃ
(i) ০.১০ শতক সম্পত্তির নিম্নের প্রজা ভূমিহীন হিসাবে গণ্য হবে।
(ii) নিষ্কন্ঠক খাস জমি ভূমিহীন প্রজার মধ্যে ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির মাধ্যমে বন্দোবস্ত প্রদান করা হয়।