কুমিল্লা জেলার সুযোগ্য ডিসি স্যার ও তাঁর সুযোগ্য ডিডিএলজি মহোদয়ের মহতী উদ্যোগে পুরো জেলায় ইউনিয়ন পরিষদে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের অংশ হিসেবেই গত ০৭-০২-২০১৯ইং তারিখে সারাদিন ব্যাপী ৬নং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে এ কার্যক্রম সম্পন্ন করেন। এসময় পরিষদের সুযোগ্য চেয়ারম্যান হাজী জসিম উদ্দিনসহ পরিষদের কয়েকজন সম্মানিত সদস্য, ইউপি সচিব, হিসাব সহকারী, গ্রামপুলিশসহ ইউডিসি’র উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া ঐদিন উপজেলার অন্যান্য ইউনিয়নেও ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের কাজ করেন। এতে করে পরিষদে কর্মরত সরকারী কর্মকর্তা, কর্মচারী ও ইউডিসি উদ্যোক্তাসহ সকলের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত, অপেক্ষমান সেবা গ্রহণে আগ্রহীদের সেবা প্রদানসহ যাবতীয় কর্মকান্ড সম্পাদন শেষে যথাসময়ে কর্মস্থল ত্যাগের বিষয়টি নিশ্চিত হলো। তবে এটির যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস