কুমিল্লা জেলার সুযোগ্য ডিসি স্যার ও তাঁর সুযোগ্য ডিডিএলজি মহোদয়ের উদ্যোগে পুরো জেলার ইউনিয়ন পরিষদের সচিবদের হাতে তুলে দিলেন বিশেষ সুবিধা সম্বলিত স্মার্টফোন। গত ০৭-০২-২০১৯ইং তারিখে জেলার সকল ইউপি সচিবদের নিকট এ ফোনসেট করপোরেট সিমসহ বিতরণ করেন। এটি শুধুমাত্র সরকারী কাজে ( বিভিন্ন প্রকল্পের ছবি, ভিডিও, অডিও ইত্যাদি তাৎক্ষণিক ধারণ, সংরক্ষণ, সম্পাদন, প্রেরণ ইত্যাদি) এর জন্য সার্বক্ষণিক ব্যবহার করবেন। এটির যথাযথ ব্যবহার, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলোর প্রতি সতর্ক থাকা ও রাখার দায়িত্ব ইউপি সচিবের উপরই বর্তাবে। দৈবাৎ কোন রকম ক্ষতি সাধন, চুরি, হারানো ইত্যাদির জন্য ইউপি সচিবই দায়ী থাকবেন এবং এর ক্ষতিপূরণ নিজেকেই নিজ খরচে বহন করার প্রশাসনিক নির্দেশ রয়েছে। তাই এটির সরকারী কাজে ব্যবহার ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস