অত্র ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচির ( ইজিপিপি) গত ২২/০১/২০২২খ্রি: তারিখ হতে শুরু হয়েছে। তিনটি (দীর্ঘভূমি, ডগ্রাপাড়া ও নন্দীপাড়া) প্রকল্পে উক্ত কর্মসূচির কাজ পুরোদমে এগিয়ে চলছে। এলাকার ১৮ থেকে ৫০ বছরের নীচে কর্মের উপযোগী ৭৮ জন শ্রমিক উক্ত প্রকল্পগুলোতে কাজ করছে। এর মধ্যে ৩৩% নারী শ্রমিক রয়েছে। তাঁরা প্রতিদিন ৪০০/ টাকা হারে বিকাশ হিসাবের মাধ্যমে মজুরী পাবে (জি টু পি পদ্ধতিতে)। ইউপি চেয়ারম্যানসহ পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ চলমান প্রকল্পগুলো পরিদর্শন করে আসছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস